মাতালের নেশায় নেশাগ্রস্ত
সমস্ত এই প্রকৃতি,
সময়ে-অসময়ে হয়ে যায় মাতাল
আজব নেশাগ্রস্তের নীতি।
নেশাগ্রস্তের গোলা চোখ মালাত
অস্পষ্ট নেশায় দৃষ্টি,
মাতাল অনুভবে মাতলো ধরণী
নেশা কি সুন্দর সৃষ্টি।
এই নেশার কারন নয়
মদ, আফিম কিংবা ফেন্সিডিল,
মাতাল হওয়ার এই নেশার সাথে নেই
উপরোক্ত জীবন নাশকের মিল।
এই নেশা তাহলে কীসের নেশা
অজানা আমার উত্তর,
মাতাল হয়েছি সেজন্য তাই
প্রশ্ন কঠিন হতে কঠিনতর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন