সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

সিগারেট

আমাদের জীবন একটি সিগারেটের মতন
এক অংশে জ্বলে তাতে আগুন
সেই সাথে বাষ্পীভূত হয় ধোঁয়া,
ধীরে ধীরে হয়ে যায় শেষ
পূর্বের সকল চাওয়া-পাওয়া।

তবে জীবনের ক্ষেতে আগুন হল কষ্ট
কষ্ট বেশি নয় সামান্যই যথেষ্ট,
পুড়ে যায় তাতে সবকিছু
শেষ হয়ে যায় যা রয়েছে পিছু।

বদলে যায় এতে জীবন
মন-মানসিকতায় আসে নতুন স্বাদ
ভিন্ন হয়ে যায় জীবনের সমীকরণ
ধারণ করে জীবন অন্য আবরণ।

আর চোখের সামান্য কিছু অশ্রু
এবং বুকে এক দীর্ঘশ্বাস,
এই হল জীবনের ধোঁয়া
এতেই জীবনের হ্রাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন