মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

বৃষ্টি

আকাশ কাঁদছে, আকাশের চোখে হচ্ছে বৃষ্টি
পূর্ব আকাশে মেঘের ঘর্ষণে বজ্রপাতের সৃষ্টি,
মুষলধারে ঝরছে বৃষ্টি, নেই থামার কোন নীতি
বৃষ্টি ভেজা প্রতিটি সময়ে অশান্ত পরিণতি,
বিকট শব্দে বজ্রপাতের আলোয় আলোকিত
বিদ্যুৎ চমকালেই ভয়ের সঙ্গে হতে হয় পরিচিত,
কিন্তু বৃষ্টির ঝনঝন ধ্বনিতে জেগে উঠে প্রাণ
অজানা শিহরণের উদাসী মন সর্বস্তরে নয় সমান,
তারপরও ভালো লাগে বৃষ্টি ভেজা প্রতিটি মূহুর্ত
এ যেন একটি উপহার বিধাতা কর্তৃক প্রদত্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন