শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩

স্বপ্নকন্যা এবং আমি ৭

স্বপ্নকন্যার জন্য মনেতে সাজিয়ে রেখেছি ভালবাসার ভেলা
একদিন বসবে সেইখানেতে প্রেমের হাটের মেলা,
আদরে আদরে পূর্ণ হবে উত্তপ্ত দেহ
উরুদেশে লাগবে তখন ভালবাসায় স্নেহ,
শান্ত থাকবেনা তখন অশান্ত দুটি শরীল
যৌবনরসে পূর্ণ  হবে ভালবাসার পাতিল,
মৃদু সুরে কথা হবে, সেই সাথে হবে আনন্দদায়ক ব্যথা
ভেঙ্গে যাবে প্রধান ফটকের প্রবেশ রোধক ছাতা,
অবশেষে দুটি দেহ ছিন্ন হবে, শুধু থাকবে হাতের উপর হাত
এইভাবে কাটবে প্রতিটি আমাদের প্রেমে আচ্ছন্ন রাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন