আমার আজ ভিষন মন খারাপ
নেই এখন আমার মন ভাল করার ঔষধ।
পূর্বে মন খারাপ হলে ছুটে চলে যেতাম তারই কাছে
কিন্তু আজ সে নেই, তাই সব আজ ভিন্ন হয়েছে ভিন্ন সাজে।
আজ মনের গহীনে এখন তাই আগুন জ্বলন্ত,
নিদ্রাহীন আমার চোখ আজ সজাগ
সে নয় আজ ঘুমন্ত।
তাই হয়ত চোখে আজ আমার জমেছে অশ্রু,
কিন্তু আমি আজ কাঁদবো কেন, আমি তো কেঁদেছি অনেক
তবে আজ নয়, আমি কেঁদেছি গত কাল, গত পরশু।
আসলে দোষ আমার নয়, দোষ মনের আর চোখের
মন আমার আজ মানে না আমার কথা,
চোখ যে আজ বুঝেনা মনের ব্যথা।
শুধু পাথর আমার বক্ষে সৃষ্টি হয়েছে একটি ফাটল
আর সেই ফাটোলে দেখা দিয়েছে কঠোরতার ঝর্না,
কিন্তু আমি কঠোর হয়ে পারবো না ভুলতে তোমায়
কারন তুমি হলে অতুলনীয় সেই রাজকন্যা।
জানি এইসব বলে আজ লাভ নেই
কারন এইসব কথা আর এইসব কথার কতক আমি আজ তুচ্ছ,
কিন্তু তুমি ভয় পেওনা, তুমি নউ আমার কাছে তুচ্ছ,
তুমি আজো আমার কাছে সেই ফুটন্ত জীবন্ত
সুগন্ধে সুবাসিত লাল গোলাপ এক গুচ্ছ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন