শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩

অলসতা

নেই কোন কাজ
ভাসিয়েছি অলসতার জাহাজ,
বন্ধী এখন সেই জাহাজের চার দেয়ালে
আটক হয়েছি অলসতার মায়া জালে।

এই জাহাজ পানিতে ভাস্য নয়
জাহাজ ভাস্য বেকারত্বের অভিশাপে,
অলসতা তাই করছে গ্রাস ধীরে ধীরে পরিমাপে।

সময় যাচ্ছে চলে, আর আমি ঘুমে ব্যস্ত
নিজেকে গড়ার সময় নেই আমার,
আমি হলাম অলসতায় অভ্যস্ত।

আজ না, করবো কাল, কাল না করবো পরশু
করবো করবো করে হয় না করা কোন দিন
এই না করাটাই হল অলসতার পরিচয়,
বেকারত্বের কোন দোষ নেই, দোষ হল আমাদের
আমরা অলসতায় কাটাই সমগ্র সময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন