বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩

লক্ষ্যহীন বালক

ঘন জঙ্গল
সেই সাথে অন্ধকার,
এই পথে চলছি আমি
সময় রাতের আধাঁর।

উঁচু-নিচু সেই পথ, নয় সমতল
বিশাল সব পাহাড়,
ভয়ঙ্কর অনুভূতি
ভয়ের বইছে জোয়ার।

নেই পথে নিরাপদ স্থান
যেখানে নেব আশ্রয়,
চারপাশে শুধুই বিপদ
প্রতিকূলতার প্রশ্রয়।

পায়ের নিচে মাটি নেই
পায়ের নিচে বিরাট একটি পাথর,
যার উপর রয়েছি আমি
লক্ষ্যের নেই কদর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন