রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

স্বপ্নকন্যা এবং আমি ৬

সময় হবে রাত, চারপাশে অন্ধকার
বারান্দায় দাঁড়িয়ে থাকব, স্বপ্নকন্যা এবং আমি
দেখব জোছনা রাতে চাঁদের আলো
আর গোনবো আমি আকাশে তারার সংখ্যা,
জানি পারবনা গোনতে
ব্যর্থ হবে গোনার আকাঙ্ক্ষা।

এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়
এইভাবে করে গোনবো
গোনে গোনে হব আমি ক্লান্ত
গোনা কিন্তু হবে না শেষ,
এক সময় চলে যাব, স্বপ্নকন্যা এবং আমি
হব দুজন নিরুদ্দেশ।

তখন হয়ত স্বপ্নকন্যা বলবে, ছিল সেটা পাগলামি
কখনো গোনা হবেনা শেষ
তবুও গোনার চেষ্টা,
জানি গোনতে পারবে না তুমি
কিন্তু করেছি তোমায় নিষ্ঠা (বিশ্বাস) ।

তাই শোনে বলব আমি
স্বপ্নকন্যা শোন,
জানতাম আমি পারবনা
করেছি তারপরেও সাহস,
কখনো যাবে না ভেঙ্গে সহজে
তোমার বিশ্বাসের মাটির কলস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন