অনেক কবিতা লিখেছি পুরনো কবিতার খাতায়
কবিতার মধ্যে বলেছি মনের কথা,
চিন্তা, ভাবনা, গবেষণা
এই সব নিয়ে পুরনো কবিতার খাতা পূর্ণ
হয়েছে পৃষ্ঠা শেষ,
কিনে এনেছি তাই নতুন খাতা
লিখবো কিছু কবিতা বিশেষ।
আবার হবে লেখা নতুন কবিতা
লিখবো নতুন খাতায়,
নতুন করে বলব আমার কথা
পুরনো মনের অনুভূতি,
নতুন কিছু সৃতির হবে
নতুন পরিণতি।
শুধু খাতা নতুন নয়,
কলমটি ও আমার নতুন,
সব কিছু নতুন আজ
নতুন কবিতা লিখবো বলে,
ছন্দ সাজাবো নতুন করে
ছলে-বলে-কৌশলে।
কিন্তু নতুন খাতা অপূর্ণ
খাতা জুড়ে শূন্যতা,
শূন্যতার হয়েছে সৃষ্টি
নতুন কবিতার প্রয়োজনে,
ব্যস্ত তাই এখন আমি
নতুন কবিতার আয়োজনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন