সোমবার, ১৯ আগস্ট, ২০১৩

কিছু প্রশ্নের উত্তর

সব কিছু বদলে গেল, নাকি শেষ হয়ে গেল
জীবনটা গুছালো, নাকি হল এলোমেলো,
পথ দুটি কি এক, নাকি ভিন্ন গন্তব্য
বলা হয়েছিল, নাকি হয়নি বলা শেষ বক্তব্য ?

আসলে সবকিছু বদলে গেছে শুধু পারলাম না আমি বদলাতে
পারলাম না জীবনটাকে সুন্দর করে গুছাতে,
ভেবেছিলাম পথ দুটি হবে এক, গন্তব্য হবে এক
কিন্তু পথ হল ভিন্ন আর কথা হল অনেক।

বলা হবে হবে করে হয়নি বলা মনের সব কথা
শুধু রয়েছে মনে, আমার পুরনো সেই ব্যথা,
ব্যথার আমি নিজেই করেছি সৃষ্টি
ব্যথা সহ্য করতে না পেরে ঝরে প্রতি রাতে চোখ হতে বৃষ্টি ।

আনমনা হয়ে থাকে আমার মন
তোমার আশায় জেগে জেগে স্বপ্ন দেখে সারাক্ষণ,
স্বপ্ন প্রকৃত স্বপ্ন নয়, এ যে একটি  আশা
তুমি আমার নও, তবুও আমি তোমার, এই হল ভালবাসা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন