সোমবার, ২৬ আগস্ট, ২০১৩

ক্ষুদ্র

ক্ষুদ্র এক মানব আমি
ক্ষুদ্র আমার সব,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র কলরব।

ক্ষুদ্র আমার চিন্তাধারা
ক্ষুদ্র আমার মন,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র বিসর্জন।

ক্ষুদ্র আমার মনের কথা
ক্ষুদ্র একটি আশা,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র মুখের ভাষা।

ক্ষুদ্র হল আমার জীবন
ক্ষুদ্র আমার কষ্ট,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র হয়েছে নষ্ট।

ক্ষুদ্র আমার চলার পথ
ক্ষুদ্র পথের গতি,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র কিছু সৃতি ।

ক্ষুদ্র সৃতি হতে লেখা
ক্ষুদ্র কবিতা,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র ভিন্নতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন