দিবা নিশি স্বপ্নের দেশে
আমি করি ভ্রমণ,
স্বপ্নকন্যাকে খোঁজি আমি
করবো বলে গ্রহণ।
পাই না কিন্তু আমি আমার
স্বপ্নকন্যার দেখা,
স্বপ্ন দেশের কোথায় তুমি
রয়েছ বলো একা।
স্বপ্নকন্যা কোথায় তুমি
কোথায় তোমার ঘর,
কী করে কাঁটাও তুমি
তোমার অবসর।
তুমিও কী স্বপ্ন দেখো
দিবা নিশি জেগে,
খোঁজো নাকি আমাকে তুমি
রাগ অভিমানে রেগে।
আমি করি আমার মত
হাজারো কল্পনা,
তুমি সাজাও তোমার মত
স্বপ্নেরি আঙ্গিনা।
দুজন আমরা প্রতিনিহিত
স্বপ্ন দেশে যাই,
খোঁজি দুজনে দুজনকে আমরা
তবুও দেখা না পাই।
মনের মধ্যে আঁকি শুধু
একে অন্যের ছবি
জানি না কবে স্বপ্ন আমাদের
তুই সত্যি হবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন