মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৩

পাখি

গাছের ডালে রয়েছে বসে
ছোট্ট দুটি পাখি,
পাখি দুটি করছে শুধুই
মিষ্টি ডাকাডাকি ।

কচি পাতায় তৈরি তাদের
শান্ত একটি  নীড়,
সেখান থেকে যায় যে দেখা
দূর সাগরের তীর।

পাখি দুটির রয়েছে নীড়ে
তিনটে তাদের ছানা,
দূর সাগরের তীরে যেতে
ছানাদের কঠোর মানা।

মা পাখিটির মনের গভীরে
ছানা হারানোর ভয়,
তাই পারেনা ছানারা তাদের
সমুদ্র করতে জয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন