শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

শূন্যতা

শূন্য আজ সবকিছু
হয়েছে শূন্যতা,
নেই আজ ভিতরে
একটু পূর্ণতা।

খালি লাগে সবকিছু
যেন শূন্যস্থান,
কিছু একটা করেছে মনে
ভিতর হতে প্রস্থান।

একা একা কাঁটাছে সময়
দীর্ঘ একটা প্রহর,
ব্যস্তার মাঝে ব্যস্ত নয়
শূন্যতার ব্যস্ত শহর।

চারপাশে নেই নেই
অর্থনীতির ভাষায় অভাব,
শূন্যতায় হয়েছে সৃষ্টি 
বিরাট তাহার প্রভাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন