প্রেমিক-প্রেমিকা বসে রয়েছে
মুক্ত পুকুর ঘাটে,
হয়েছে আজ তাদের মিলন
শান্ত প্রেমের হাটে ।
প্রেমিকের চোখে প্রেমিকার চোখ
হাতে তাদের হাত,
প্রেমের সূর্য উঠছে তাদের
রাত্রি শেষ প্রভাত।
তাদের মধ্যে হচ্ছে কথা
মধু হতে প্রেম মিষ্টি,
প্রেমিক-প্রেমিকার হয়েছে পূর্ণ
তাজমহলের সৃষ্টি।
তাজমহলটি তাদের যেন
নিষ্পাপ প্রেমের প্রতীক,
প্রেমিকার কাছে সবচেয়ে প্রিয়
তারই পাগল প্রেমিক।
অন্যদিকে প্রেমিকার লাজুক হাসি
প্রেমিকের জন্য সুখ,
ভাল লাগে সব প্রেমিকের
লাজ্জুক প্রেমিকার উজ্জ্বল হাসি মুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন