একটি মেয়ে,
মেয়েটি থাকতো অন্য প্রান্তে
যেন অন্য এক পৃথিবীর বাসিন্দা,
মেয়েটি ছিল ভিন্ন
সবার থেকে আলাদা।
সেই মেয়েটি ছিল শিশির ভেজা
পবিত্র গোলাপ ফুল,
চোখ খানি মেয়েটির যেন
নিষ্পাপ ধরণীর কুল।
যা দেখতো চোখ দুটি
তা-ই লাগতো ভাল,
মেয়েটির মাঝে ছিলনা কোন
একটু হলেও কালো।
বিশাল একটি মন মেয়েটির
সর্বদা ত্রুটি মুক্ত,
নিষ্পাপ এবং পবিত্র
অল্প খানিক শক্ত।
নরম শক্তের মিশ্রণ নিয়ে
জীবন হল তাহার,
কষ্টে মনটা মেয়েটির যেন
কাদামাটির একটি পাহাড়।
রাগ ছিল মেয়েটির অনেক
তাই ভাসতাম ভাল আমি,
সেই রাগটা আমার কাছে
হীরক হতে দামী।
রাগী মেয়েটি গুণবতী
মুক্ত দয়ার সাগর,
সেই মেয়েটিকে আমি দিয়েছি আঘাত
হয়ে নিষ্ঠুর একটি পাথর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন