অজানা এক মেয়ে তুমি
অপরিচিত তোমার পরিচয়,
যখন আমি পাবো তোমার দেখা
তখন হবে মিষ্টি ভাবের কিছু বিনিময় ।
কিন্তু সঠিক সময় হয়নি এখন
সেই সময় হলে আসবে তুমি কাছে,
বলবে তুমি তোমার মনের কথা
তোমার হয় যত ইচ্ছে ।
সাজবে তুমি বধূ হয়ে তখন
শুভলগ্নে বসবে আমার পাশে,
দুজন থাকবো একটু ভিতু
প্রথম দেখায় থাকবে ভয় নিশ্বাসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন