মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩

স্বপ্ন ভাঙ্গার গল্প

ছিলাম আমি ঘুমন্ত অবস্তায়
তীব্র নিদ্রায় জেগে,
শুনলাম হটাৎ বিকট গর্জনে
মনের আকাশ উঠলো কেঁপে মেঘে।

মেঘের গর্জনে দিল ফাটল
স্বপ্ন গেল ভেঙ্গে,
কষ্ট তখন দিল দেখা
হৃদয় নামক অঙ্গে।

অস্রু হল ঝর্ণাধারা
ঝরেছিল কষ্টে অবিরাম,
চোখ দু'টো ক্লান্ত হল
পেলনা কোন বিশ্রাম।

স্বপ্নগুলা আমার রঙ্গিন ছিল
আশা নিয়ে বুকে অনেক,
ভেঙ্গে যাওয়াতে বুদ হয় তাই
ঝরেছিল অস্রুর ফোটা বেশ কয়েক।

জেগে জেগে দেখে ছিলাম স্বপ্ন আমি
সেইজন্য হয়েছি অসহায়,
বল তুমি ঘুমন্ত অবস্তায় জাগ্রত হলে
স্বপ্ন কী দেখা যায়।

আমি বলি জাগ্রত হয়ে
যায় যে স্বপ্ন দেখা,
ঘুমন্ত অবস্তায় ঘুমহীন হয়ে
রেখে ছিলাম স্বপ্ন কিছু আঁকা।

বল্লে তুমি ঘুমন্ত অবস্তায় জাগ্রত হলে
স্বপ্ন কি সত্যি হয়,
ভাঙ্গা স্বপ্ন আসলে আজো
সত্যি হবার নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন