হাসতে ভালবাসি আমারা সবাই
পৃথিবীতে এমন মানুষ নেই যে হাসতে চায় না,
ইচ্ছে থাকুক আর না-ই বা থাকুক
হাসতে তোমাকে হবেই।
তবে সব হাসি সমান নয়
রয়েছে হাসির মাঝেও ভিন্নতা,
কেউ হাসে সুখেতে, কেউ হাসে দূঃখতে।
কিন্তু একটু খানি হাসি পারে অনেক কিছু
পারে জীবনকে জীবন্ত করে তুলতে,
জীবনকে রঙ্গিন রঙ্গে রাঙ্গায়িত করতে।
হাসি যেন তাই এক মূল্যবান সম্পদ,
মায়ের কাছে সন্তানের একটু খানি হাসি
অগনিত পরিমাণ স্বর্ন হতে দামী ,
পিতার মুখে একটু খানি হাসি ফুটাতে পারলে যেন
সার্থক সন্তানের জীবন ।
প্রেমিকের কাছে তার প্রেমিকার মায়াবী মুখের
একটু খানি হাসি স্বর্গ সমতুল্য,
ভাইয়ের কাছে বোনের, বোনের কাছে ভাইয়ের
একটু খানি হাসি সবই সুখের একটি অঙ্গ ।
রাস্তার ফুঁটপাতে বসবাসরত মানুষের মুখেও
ফুটে একটু খানি হাসি
যখন সে পায় সামান্য কিছু অন্ন ।
অভাব-অনটন, কষ্ট, ব্যর্থতাকে তোয়াক্কা না করে
যখন ফুটে ঠোঁটের কোণায় একটু খানি হাসি
বলব তখন সেই হাসি সব হাসি থেকে ভিন্ন ।
বৃষ্টির দিনে ঝড়ের সময়
ভাঙ্গা ছনের ঘরের ভিতর
যখন বৃষ্টির পানি প্রবেশ করে,
তখনো দরিদ্র কৃষকের স্ত্রীর মুখে ফোটে
একটু খানি হাসি, সেই হাসি হল ভিন্ন,
কষ্টকর একটি হাসি ।
আসলে মানুষ হয়ে সবাই জন্মেছিতো
তাই হাসতে আমাদের হবেই,
জীবন হউক সুখের অথবা দূঃখের
একটু খানি যেন অনেক কিছু ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন