বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

স্বপ্নকন্যা এবং আমি ৩

লজ্জা ভরা দুটি চোখ নিয়ে
স্বপ্নকন্যা আসবে আমার কাছে
নিজের লজ্জা ভাঙ্গাতে,
আমি দিব তার লজ্জা ভাঙ্গিয়ে
অপরিচিত সুখে ব্যস্ত হয়ে
প্রেমের ভেলাতে শয়ন করে
থাকবো মেতে ভালবাসার মেলাতে।

তখন ঘটবে লজ্জার অবসান
শরীল দুটি হবে এক
থাকবে হাতের উপর হাত,
কাটবে সেই সাথে খানিকটা আমাদের
সুখময় একটি রাত।

সেই রাতে হবে কথা
মুখে নয়, কথা হবে
শারীরিক একটি ভাষায়,
সুখ পাখি তখন আসবে কাছে
বন্ধী হয়ে মুক্ত একটি কাঁচায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন