রুপ লাবন্যে পরিপূর্ণ স্বপ্নকন্যা
আয়নার সামনে বসে সাজবে,
কাশফুলের মতন চুল গুলোকে
চিরুনি দিয়ে আঁচড়াবে।
লাল বা অন্য কোন রং দিয়ে
রাঙ্গায়িত হবে তার নরম দুটি ঠোঁট,
সুন্দরী স্বপ্নকন্যা ধারণ করবে
সুন্দর্যের আকর্ষণীয় মুকুট।
শরীল হতে স্বপ্নকন্যার ভেসে আসবে
তাজা যৌবনের ফুটন্ত সুভাষ,
ফুলের সৌরভে সমুদ্রের ডেউয়ের মতন
কেপেঁ উঠবে উত্তপ্ত বাতাস।
স্বপ্নকন্যা সাজবে আর তাকাবে
কাজল মাখা চোখ খানি দিয়ে আয়নার সম্মুকে,
হটাৎ দেখবে আয়নায় তার পিছনে
দাঁড়ানো অবস্থায় আমাকে।
আমি দেখে মুগ্ধ হব
আমার প্রিয়তমা স্বপ্নকন্যার রুপ,
সে রুপের যাদুতে আমি কাবু হব
আর বলব, স্বপ্নকন্যা তুমি অপরূপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন