অনেক দিন ধরে কবিতা লিখি না
সেই মেয়েটিকে নিয়ে
যে মেয়েটি আমার কবিতার প্রাণ,
মেয়েটির কারনেই শিখেছি লিখতে কবিতা
মেয়েটির সঙ্গ পেয়েছি বলেই হয়েছে দূর
আমার ছিল যত শূন্যতা।
মেয়েটি ছিল বলেই
সামান্য আমি আজ নই সামান্য
আমি যেন আজ ভিন্ন এক মানুষ হয়েছি
শুধু মেয়েটিরি জন্য ।
আমি ধরেছি হাতে কলম
আর বসেছি লিখতে
লিখেছি অতুলনীয় সেই মেয়েটিকে নিয়ে
লিখেছি নিজেই নিজের প্রেমের কাহিনী।
প্রেম কাহিনীর লিখা শেষ হয়ে গেলেও
শেষ হয়েনি আমার প্রেমের,
তাই আজো আমি লিখি কবিতা মেয়েটিকে নিয়ে ।
সেই মেয়েটির জন্যই
আমার কবিতাগুলো আজো জীবিত
আজো রয়েছে মেয়েটি
আমার কবিতার উংস হয়ে,
তবে হতে পারে কাগজে কলমে
আমার কবিতাগুলো প্রাণহীন
তাই বলে নয় কবিতাগুলো মৃত
নয় জড় পদার্থের মতন স্থির,
কবিতাগুলো চলমান আমার কবিতার খাতায়
সবুজ-সতেজ এবং জীবন্ত আমার মনের আঙ্গিনায় ।
শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩
জীবন্ত কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন