শনিবার, ২০ জুলাই, ২০১৩

অধ্যায়

আমার সাথে জুড়ে রয়েছে কিছু অধ্যায়
যে অধ্যায় গুলা আজ শিরোনামহীন,
তবে অনেক মুল্যবান ।

অধ্যায় গুলার কারনে আমার মাঝে হয়েছে অনেক কিছু
হয়েছে কল্পনা, হয়েছে ভাবনা, হয়েছে সূচনা,
হয়েছে সৃষ্টি নিত্য নতুন কামনা।

অধ্যায় গুলার জন্য আমার জীবনে এসেছে অনেক গুণ
এসেছে সততা, এসেছে পূর্ণতা, এসেছে মানবতা,
এসেছে ভিন্নরূপে ভিন্নতা ।

তবে এখন বাধ্য হয়ে আমাকে ভাবতে হয়
ভাবতে হয় নিজের অতীত এবং বর্তমান নিয়ে
আর ভাবলে আমি অনুভব করি,
অধ্যায়গুলা শুরু থেকেই ছিল গতিহীন
ছিল যত্নহীন, ছিল স্বপ্নহীন, ছিল বাক্যহীন
ছিল পূর্বেও বর্তমানের মতন শিরোনামহীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন