আমি হলাম সেই ছেলে
যে অত্যন্ত সার্থপর,
নিষ্ঠুরতায় ভরা মনটা আমার
যেন বন্ধী কারাঘর ।
সবার সাথে চাইনা আমি
হতে পরিচিত,
অন্যের সেবায় করিনা সহজে
নিজেকে আমি ব্রত ।
ভাল-মন্দ বুঝি না কারো
খুঁজি নিজের সার্থ,
পাগল হয়ে ছুটি আমি
পিছু ধরে অর্থ।
কথা আমি বলিনা বেশি
বলি গুণে অল্প,
নিষ্ঠুরতায় পূর্ণ আমি
পূর্ণ আমার গল্প ।
(সীমিত কিছু শব্দ দিয়ে আমার নিজের চরিত্রটা কে তুলে ধরেছি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন