মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

স্বপ্নকন্যা এবং আমি

স্বপ্নকন্যা তুমি
কবে আসবে আমার পাশে
বসবে আমার কাছে
লাল বেনারসি থাকবে তোমার গাঁয়ে,
কাজলভরা থাকবে তোমার দুটি চোখ
শান্ত থাকবে তোমার চোখের নজর
আর থাকবে মনে অপেক্ষার সেই প্রহর।

তখন হবে সবকিছু অদ্ভুতভাবে
যা হয়নি কখনো আগে,
হয়েছে শুধু সেই সময়ের কল্পনা
যা করেছি আমি, আর করেছ তুমি।
তখন হয়ত আমি থাকব শান্ত
আর থাকবে তুমি দিনের শেষে ক্লান্ত,
কিন্তু দুজন থাকবো দুজনের অপেক্ষায়
একই ঘরের ছায়ার তলায়
অপরিচিত সুখের ব্যস্ত একটি খেলায়।

(এই স্বপ্নকন্যা হবে আমার জীবন সংগিনী)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন