আমি একজন খুনি
আমি করেছি খুন,
তবে আমি খুন করিনি কোন প্রাণের,
আমি খুন করেছি আমাকে
করেছি খুন নিজেই নিজেকে।
না, এটা আত্বহত্যা নয়
কিন্তু আত্বহত্যা থেকে জগন্য।
আমি খুন করেছি কিছু সম্পর্কের,
খুন করেছি আমি বন্ধুত্বের
খুন করেছি আমার অস্তিত্বের ।
আমি খুন করেছি আমার সততার,
আমার হাতে হয়েছে খুন মুল্যবান সময়,
হয়েছে খুন দুটি মানুষের মধ্যকার পরিচয়,
সাথে হয়েছে খুন দীর্ঘ দিনের ভাব বিনিময়।
জানি এইগুলা কোন খুন নয়
নয় এইগুলা আমার অইচ্ছাগত ভুল,
এইগুলা ছিল আমার সাজানো পরিকল্পনা
পরিকল্পনা গুলো তখন করেছিল আমাকে খুন করতে সাহায্য
আর আজ অনেক সময় পাড় হয়ে যাবার পর হলাম আমি আশ্চর্য ।
কী করে হলাম আমি এত নীচ
কী করে করলাম আমি সম্পর্ক ছিন্ন
মুছলাম কী দিয়ে নিজের অস্তিত্ব,
ভুলে গেলাম কীভাবে আমার সততা
কীসের সাথে মেতে করলাম নষ্ট মুল্যবান সময়,
কী সেজে সৃষ্টি করলাম ফাটল দুটি মানুষের পরিচয়ে
কী সেজে আনলাম ভুল বুঝাবুঝি দীর্ঘ দিনের ভাব বিনিময়ে।
আসলে এখন নিজের কাছে নিজের অতীত খারাপ মনে হচ্ছে
মনে হচ্ছে অজস্র মানুষের ভীড়ে আমি আজ ব্যর্থ,
অজস্র মানুষের ভীড়ে আমার অতীতে ছিল যত ভুল
নিজের ভুল আজ মেনে নিয়েছি, কিছু ভুল শোধরে নিয়েছি,
কিন্তু কিছু ভুল আমি চাইলেই পারবনা শোধরাতে
সেইসব ভুলের শাস্তি আমি পাচ্ছি, ভবিষ্যতে আরো পাব।
আর শাস্তি থেকে শিক্ষা গ্রহণ করেছি
তাই বলেছি আমি একজন খুনি
আমি করেছি খুন,
তবে আমি খুন করিনি কোন প্রাণের,
আমি খুন করেছি আমাকে
করেছি খুন নিজেই নিজকে,
না, এটা আত্বহত্যা নয়
কিন্তু আত্বহত্যা থেকে জগন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন