সোমবার, ১ জুলাই, ২০১৩

মধ্য রাতের কিছু অনুভূতি

সময় এখন মধ্য রাত
পুরনো কিছু কথা পড়েছে মনে
প্রেমের আগুনে আমি গেছি পুড়ে
কিন্তু চোখের পানি যায়নি এখনো শুকিয়ে
সৃতিগুলা রয়েছে আমায় জড়িয়ে,
বারবার ভাবছি কেন আমি অতিক্রম করলাম আমার সীমা 
কেন দিলাম তোমাকে জায়গা আমার মনের ঘরে ।
আসলে এইসব প্রশ্নের কোন উত্তর নেই
তবে আমার ভাবতে ভাল লাগে
সেই মেয়েটি ছিল আমার দেখা বাকী সব মেয়ে থেকে আলাদা
ছিল মেয়েটি অগণিত গুণের বন্যা
তাই নাম দিয়ে ছিলাম মেয়েটির রাজকন্যা,
কিন্তু আজ হয়ে গেছে আমার প্রেম কাহিনীর ইতি
হয়েছে তার শেষ, কিন্তু শেষ হয়নি তার গতি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন