মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

আমার লেখা একটি ইসলামিক কবিতা

আল্লাহ তুমি সহায় করো
করো হেদায়াত,
দু'হাত তুলে তোমার কাছে
করি মোনাজাত । 
সকল পাপ থেকে তুমি
করবে আমায় মুক্ত
ভালো কাজের সাথে তুমি
করবে আমায় যুক্ত ।
চাই আমি তোমার পথে
সর্বদা চলতে,
ইসলামের বাণী চাই যে আমি
প্রাণ খুলে বলতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন