মেয়ে তোমায় অনেক ক্ষমতা
তুমি ক্ষমতাবান,
তোমার মনে রয়েছে দয়া
তুমি দয়াবান,
হৃদয় তোমার শক্ত তাই
বলব তুমি পাষাণ,
পাগল হলে যায় না দেয়া
তোমায় কোন জ্ঞান ।
তবে মেয়ে শোন তুমি
চরিত্র তোমার অনেক দামি,
চরিত্র হীনা শূন্য তুমি
শূন্য তোমার পায়ের ভূমি ।
চরিত্র তোমার হলে ভাল
হবে তুমি শেষ্ঠ,
অন্যতায় চরিত্রহীনা
তুমি একটা নষ্ট ।
(আমি সকল মেয়েদেরকে যতেষ্ট পরিমাণে সম্মান করি. তবে খারাপ চরিত্রের কিছু মেয়েদের কে উদ্দেশ্য করে এই কবিতা টি লিখেছি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন