শনিবার, ২৯ জুন, ২০১৩

বন্ধী একটি পাখি

খাঁচার ভিতর রয়েছে বন্ধী অচিন দেশের পাখি
বদ্ধ খাঁচার ভিতর পাখির অস্রু ঝরা দুটি  আঁখি,
চোখের জলে একাকার হয়ে পাখিটা চায় আকাশে
দেখে চেয়ে মুক্ত পাখিরা উড়ে বেরাচ্ছে বাতাসে,
তারও মনে জাগলো ইচ্ছে উড়বে সে আকাশের নীল প্রান্তে
কৌতুহল বাড়লো পাখিটার পৃথিবীটাকে জানতে,
কিন্তু পাখি পারেনা ভাংতে বদ্ধ এই খাঁচা
লোহার খাঁচার ভিতর পাখি শক্তিতে ভীষণ কাচাঁ,
তাই পাখি পায়না এই বন্দী জীবন থেকে মুক্তি
স্বাধীনতার সপ্ন দেখা ছাড়া নেই তার কোন শক্তি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন