তোমাকে পাওয়াই ছিলনা আমার লক্ষ্য
তাই আমার প্রেম হবে না কখনো ব্যর্থ
তবে তুমি করবে সংসার
হয়ে যাবে অন্যের সংসারী ,
আর আমিও হয়ে যাব এক সময় হয়ত অন্য কারো স্বামী ।
কিন্তু তুমি পেয়ো না কো ভয়
ভালবাসা আমার থাকবে চিরদিন বেঁচে
কখনো যাবে না তোমার সৃতি চোখের পানিতে মুছে।
থাকবো আমি তুমি আজীবন বন্ধু হয়ে বন্ধুত্বের ছায়া তলে
থাকবো আমারা একী সাথে বন্ধুত্বের মায়া জালে।
"মেয়েটি আজীবন আমার বন্ধু হয়ে থাকবে, বন্ধুত্ব থেকেই আমার ভালবাসার জন্ম হয়েছিল, সেই ভালবাসা আবার বন্ধুত্বে পরিণত হয়েছে"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন