শনিবার, ১৫ জুন, ২০১৩

ভালবাসা তুমি

আমি জানি
ভালবাসা তুমি
হলে মহামূল্যবান ,
তুমি অনেক দামি
তুমি সুখের মেলা
দুটি পথের এক হয়ে চলা।

আরো জানি আমি
ভালবাসা তুমি
হলে সীমাহীন
তুমি বাধাহীন
তুমি তো মরিচিকা
তুমি দুর্লভ
সর্বদা তাই পায়না সবাই তোমার দেখা।

কিন্তু যখন তুমি আসো কারো জীবনে
তখন ফুটে হাসি তার মুখে
পড়েছে প্রেমে তাই ভেবে।
আবার যখন তুমি যাবে সড়ে জীবন থেকে
কাঁদবে তখন সে হয়ত নিরবে।

তাই জাগে প্রশ্ন আমার মনে
ভালবাসা তুমি আসো কেন জীবনে ,
জীবনকে সাজিয়ে
জীবনকে বদলিয়ে
আমাদেরকে কাঁদিয়ে
যাও কেন হারিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন