রাতের আকাশে দেখো চেয়ে লক্ষ তারার মেলা
তারা গুলা করছে যেন একত্রে বসে খেলা,
লক্ষ তারার মধ্যমণি চাঁদ একখানা
নেই তার কোন সাথী সবার সেটা জানা,
লক্ষ লক্ষ তারার ভীড়ে চাঁদ শুধুই একা
তাই যেন গভীর কষ্টে চাঁদের হৃদয় মাখা,
আজও চাঁদ খোঁজে তাহার চলার পথের সাথী
একা একা কাঁটে চাঁদের নিঃসংতায় রাত্রি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন