শনিবার, ২৫ মে, ২০১৩

কবিতা আর তুমি - ১০

অনেক দিন পাড় হয়ে গেল
পাড় হয়ে গেল অনেক সময়
কিন্তু অপেক্ষার হচ্ছে না শেষ ,
জানি না কখন ঘটবে অপেক্ষার ইতি
কখন সৃষ্টি হবে নতুন কিছু সৃতি  ।

শুধু জানি অপেক্ষার প্রহর শেষে
আবার তুমি আসবে ফিরে 
আবার হবে তোমার সাথে কথা,
হবে ভাব বিনিময়
কিন্তু কখন আসবে সেই সময় ,
কখন শেষ হবে আমার অপেক্ষার
কখন হবে শেষ দীর্ঘ এই প্রতিক্ষার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন