শুক্রবার, ৩ মে, ২০১৩

কবিতা আর তুমি - ৮ (একাকী)

একাকী আমি
কেউ নেই পাশে
চলে গেছে সবাই দূরে

আকাশের নীচে
সবুজ মাঠে
রয়েছি আমি দাঁড়িয়ে
চোখ দুটি আমার আকাশ পানে
দিলাম হাত বাড়িয়ে
কেউ তো আসে না ফিরে

সামনে আমি আছি চেয়ে
বুকে অনেক সপ্ন নিয়ে

আসবে কেউ একজন আমার কাছে
ধরবে আমায় জড়িয়ে

কখনো যাবে না আমায় ফেলে
একাকী নির্জনে.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন