মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

অদৃশ্য তুমি.......

অদৃশ্য তুমি,
তাই কখনো পাইনি তোমার দেখা
কখনো দেখিনি তোমার মুখের হাসি
দেখিনি তোমার রাগান্বিত চোখ দুটি  ।

কারন তুমি অদৃশ্য ,

কিন্তু তারপরও আমি অনুভব করি তোমাকে
অনুভব করি তুমি রয়েছো আমার পাশে
আমার সাথে, আমার কাছে ।

তুমি রয়েছো কল্পনায়
আমার আল্পনায়
হাজারো ব্যস্ততায়
আমার চিন্তা চেতনায়
ভাবনায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন