নই আমি রবি ঠাকুর
নই আমি কাজী নজরুল
আমি সাধারণ একজন,
পরেছি প্রেমে
তাই লিখেছি কবিতা
কবিতার খাতায়
সাদা রংগের পাতায়
কালো রংগের কলম দিয়ে
মনেতে তোমার সৃতি নিয়ে.
আজও তুমি আমার কবিতার প্রাণ
কবিতা জোড়ে শুধু তোমার ঘ্রাণ,
তোমায় নিয়েই আমার কবিতার গর্ব
তোমার কাছেই আমার সর্গ,
আজও তুমি আমার কবিতার জীবন,
আমার ভুবন, আমার আপন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন