আমার আমি ছিলাম একা
হটাৎ একদিন আসলে তুমি
হল তোমার সাথে পরিচয়
তখন তুমি ছিলে সাধারণ একজন
কিন্তু আজ তুমি নও সাধারণ
আজ তুমি আমার কাছে অসাধারণ
আজ তুমি আমার সব
হয়েছো আমার কাছে বিশেষ
হয়েছো আমার শুরু
হয়েছো আমার শেষ ।
জানি আমি দিয়েছি তোমাকে কষ্ট
করেছি সময় তোমার নষ্ট
কিন্তু আমি যে পারি না তোমায় ছাড়া
পারি না নিজেকে ভাবতে একা
তাই বারবার আসি তোমার কাছে
পাবো বলে তোমার দেখা ।
কারন তুমি যে আজ আমার কেন্দ্রবিন্দু
তুমি যে আজ আমার কবিতার ছন্দ
তুমি যে আজ আমার ভাবনা
তোমায় নিয়ে করি কল্পনা
করি নিজের সাথে নিজে লড়াই
করি তোমার একাই শত বড়াই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন