ঝরছে বৃষ্টি বইছে বাতাস মেঘলা আকাশ
লাগছে মনটা আজ উদাসীন চাচ্ছে তোমায় কাছে পেতে পাগল মন মানে না কিছু চায় যে শুধু তোমার কাছে যেতে
আজকের সকালটা অনেক সুন্দর লাগছে অনেক ভালো নেই আজ কোনো বাঁধা তবুও আছি বন্দী হয়ে তোমার সৃতি বুকেতে নিয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন