আকাশ আজ কাঁদছে
ঝরছে তার চোখে অস্রু
হচ্ছে ব্রজপাত
নীরবে সে কাঁদছে বসে
পেয়েছে কঠোর আঘাত
আকাশের কষ্টে
সুর্য আজ পালিয়ে
লোকালয় থেকে লুকিয়ে
আত্নঃগোপনে
কালো মেঘের আড়ালে
সুর্য আজ ব্যস্ত
দিচ্ছে সে
আকাশকে শান্তনা,
বলছে সে
আকাশকে আজ
ভুলে যেতে
মনের সকল বেদনা
কিন্তু আকাশ পারেনা ভুলতে মনের শত কষ্ট
অস্রু তাই ঝরছে আজ, বৃষ্টি ভেজা চোখে
কেউ তো বুজে না আকাশের কষ্ট, আকাশের হাসি মুখে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন