শুক্রবার, ৩ মে, ২০১৩

কবিতা আর তুমি - ৭

ঘুমহীন চোখ আমার
ভাবছি তোমায় নিয়ে
ঘুম জানি না আসবে কখন
কিন্তু চাই যে আমি দেখতে তোমায় তখন

হয়ত তুমি আসবে
তুমি আসবে আমার ঘুমের মধ্যে
আসবে তুমি আমার সপ্নের দেশে
সাজবে তুমি রানীর বেশে
হাসবে তুমি প্রাণ খোলে
দোলনায় তুমি থাকবে দোলে
হয়ত আমিও থাকবো তোমার পাশে
একই সাথে, একই প্রান্তে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন