বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

জীবনের গল্প

জীবনের কিছু গল্প যায় না কখনো বলা
চাইলেই গল্পগুলো হয় না কখনো শোনা
জীবনের গল্পের হয় না কখনো শেষ
কিছু গল্প হয়ে রয় সৃতির পাতায় বিশেষ
কিছু গল্পে রয়েছে সুখ কিছু গল্পে দুঃখ
সুখের গল্পে শুধুই সুখ হয় না কখনো রুক্ষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন