শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

১৪/২/১৩ তারিখে লেখা ভালবাসা দিবসের আরেকটি কবিতা

তুমি আমার ভালবাসা
তোমায় নিয়ে সব আশা
তোমার কাছে সব পাওবা
তোমায় নিয়ে সব চাওয়া
তুমি আছো মনের মাঝে
তোমায় নিয়ে স্বপ্ন সাজে
তুমি আমার প্রানের পাখি
তোমার জন্য অশ্রু জরায় আঁখি
তুমি থাকো মনের ঘরে
একাকী ভালোবেসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন