শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

কবিতা আর তুমি-৪

তোমারি পথ চেয়ে আছি আমি অজানায়
কেন তুমি আসো না একাকী নির্জনায়

দিন গুলা গেল আমার তোমারি প্রতিক্ষায়
রাত্রি গুলা যাবে আমার কষ্টে কান্নায়

দৃষ্টি থাকে আমার তোমারি সৃতির পাতায়
জানি না কেন আমি আছি তোমার আশায়

সপ্ন গুলা ভেংগে গেল ঘুমের গভীরতায়
কষ্ট গুলা জানি না কেন এখনো আমায় কাঁদায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন