অনেক কবিতা লিখেছি আমি
লিখেছি একটা গল্প
কষ্ট তোমায় দিয়েছি অনেক
ভালবেসেছি অল্প
কবিতা লিখতে পারতাম না আমি
শিখালে তুমি আমায়
এখন আমি পারি লিখতে
সব সময় সব বেলায়
এমন একটা সময় ছিল
শোনতাম না তোমার কথা
অযথা দিতাম তোমার
কমল মনেতে ব্যথা
আজ আমি তোমার কথা
শুনি সারাক্ষণ
কিছু একটা বললে তুমি
গুরুত্ব দেই যে এখন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন