শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

কবিতা আর তুমি-৫

ছেলেটা বসে আছে
নির্জন নিরভ ঘরে
ভাবছে সে তোমার কথা
কলমটা তার হাতে ধরে
লিখবে বলে কবিতা
ছন্ধ নিয়ে খেলা করে
জানালা দিয়ে চেয়ে দেখে
চাঁদ টা অনেক দূরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন