শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

১৪/২/১৩ তারিখে আমার লেখা ভালবাসা দিবসের কবিতা

ভালবাসা করল আঘাত আমার এই মনে
আমি আছি পাগল হয়ে শুধুই তোমার পানে
বুক আমার ফাকা ছিল, ছিল হয়ে শূন্য
সেই খানেতে আসলে তুমি করলে আমায় ধন্য
মনের মাঝে বানালাম আমি মিষ্টি মধুর ঘর
সেই ঘরেতে জাগালে তুমি ভালবাসার ঝর
ঝড়ের ভয়ে ভিতু আমি যাই যে তুমার কাছে
কবে তুমি বাড়াবে হাত, ধরবে আমার হাতে
ভালবাসা আমার তুমি থাকবে চিরদিন
জানি না কী করে আমি সুদ করবো তুমার ঋণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন