বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

অজানা এক নিঃসঙ্গতা......

নিরব চারপাশ
হয়েছে রাত
আমি শুধু
আছি জেগে
অজানা এক নিঃসঙ্গতা
রয়েছে আমার
এই মনেতে লেগে

ক্লান্ত সবাই
দিচ্ছে ঘুম
আমি আছি
শুধু ঘুম হীন
অজানা এক নিঃসঙ্গতা
নিয়ে আমি
করেছি পাড়
সাড়াটা দিন

এখন এই
রাতের আধারে
চোখের সামনে
তোমার সৃতি
শুধুই দিচ্ছে দোলা
অজানা এক নিঃসঙ্গতা
মনেতে আমার
করছে শুধুই  খেলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন