নীল আকাশের নিচে তুমি আছো কেন বসে
বাতাসের ডেলাতে আছো তুমি মিশে
বসন্তের সাথে ব্যস্ত তুমি আছো কেন মেতে
আমি শুধু আছি হয়ে তোমায় একটু কাছে পেতে
বসন্তের সাথে মিষ্টি সুরে গাইছো তুমি গান
পাখিরা দিচ্ছে সুর, হচ্চে মধুর টান
দিরে দিরে গাচ্ছ তুমি বসন্তের সুর
আমি আছি কান পেতে বসে অনেক দূর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন