মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

আমার পথে আমি

অসমাপ্ত একটি পথ
হাজারো তাহার বেশ
জানি না হবে কখন
এই পথের শেষ
তবুও ভয় নেই আমার
পথিক নয় তো আমি একা
সবাই চলছি একই পথে
হয়ে আকা-বাঁকা
কেউ হয়ত চলছে পথে
হয়ে সঙ্গি হারা
কেউ হয়ত দিচ্ছে পথে
আমায় একটু সাড়া
কিন্তু আমি পারি না বুঝতে
তোমার চোখের ভাষা
ব্যস্ত আমি আমার পথে
বুকে নিয়ে আশা
আমার পথের পথিক আমি
চাইনা কারো সঙ্গ
একা একা আমার পথে
একাকীত্ব আমার অঙ্গ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন